জুন ১১, ২০২০
কয়রায় হরিনখোলা বেড়ি বাঁধে জোয়ারের পানি আটকালেন স্থানীয়রা
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার উপক‚লীয় এলাকা কয়রা উপজেলার ঘাটাখালি বেড়ি বাঁধ স্থানীয়দের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধ দিয়ে জোয়ারের পানি আটকানো হয়েছে। বুধবার সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর উপস্থিতিতে স্থানীয়রা শত-স্ফ‚র্তভাবে রিং বাধের কাজ করেন। উল্লেখ্য, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে উচ্চ জোয়ারের পানিতে ঘাটাখালি ও ২ নং কয়রা কপোতাক্ষ নদীর বেঁড়ি বাঁধ ভেঙে উপজেলা পরিষদ সহ ৯টি গ্রাম প্লাবিত হয় যার জোয়ার ভাটা অব্যাহত থাকে। সপ্তাহকাল স্থানীয় হাজার হাজার জনতা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গত ৩০ মে রিং বাঁধ দিয়ে জোয়ারের পানি আটকাতে সক্ষম হয়। কিন্তু স্থানীয় রাজনৈতিক কোন্দলে কয়রা সদর ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত ও স্থানীয় মহিলা ইউপি সদস্যের স্বামী রফিক সিরাজকে কতিপয় সন্ত্রাসী মারপিট করায় রিং বাঁধ সংস্কারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ২ জুন রাতে জোয়ারের পানিতে পুনরায় রিং বাঁধ ভেঙে প্লাবিত হতে থাকে উপজেলা সদর সহ ৯ টি গ্রাম। এদিকে ঘাটাখালি বাঁধ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এমন খবর জানার পর কয়রা-পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু ৯ জুন মঙ্গলবার কয়রা উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কয়রা সদর ও মহারাজপুর ইউপি চেয়ারম্যানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার উপস্থিতিতে জরুরী বৈঠকে বুধবার রিং বাঁধ দিয়ে পানি আটকানোর সিদ্ধান্ত হয়। সে মোতাবেক বিভিন্ন মসজিদের মাইকে এবং ব্যাপক প্রচারের মাধ্যমে বুধবার সাধারণ মানুষকে সকাল ৬ টার মধ্যে বাঁধে হাজির হতে অনুরোধ করা হয়। অতঃপর বুধবার প্রায় ৮ হাজার সাধারণ মানুষ সকাল ৭ টার মধ্যে বাঁধে হাজির হয়ে রিং বাঁধের কাজ শুরু করে দুপুর ১২ টার মধ্যে পানি আটকাতে সক্ষম হয়। এ সময় সংসদ সদস্য বাঁধে উপস্থিত হয়ে নিজেই বাঁধে কাজ করে উৎসুক জনতাকে উদ্বুদ্ধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাংবাদিক হুমায়ুন কবির বাঁধে কর্মরতদের সার্বিক সহযোগিতা করায় দ্রæত পানি আটকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে বাঁধে কর্মরত সাধারণ জনতার উদ্দেশ্যে মাননীয় সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাই জননেতা শেখ হেলাল এমপি কয়রা বেড়ি বাঁধের বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং দ্রæত কয়রায় ক্ষতিগ্রস্ত সকল বাঁধ সংস্কার করার জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন’। 8,413,272 total views, 1,425 views today |
|
|
|