জুন ১৫, ২০২০
কয়রার উত্তর বেদকাশীর রত্নাঘেরিতে মানব কল্যাণ ইউনিটের ত্রাণ বিতরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় আম্পানের আঘাতে নদী ভাঙনে পানি বন্ধী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গিভ বাংলাদেশ প্রচেষ্টা ফাউন্ডেশন, বন্ধু ফাউন্ডেশন অফ বাংলাদেশ, বিকন। কয়রা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ইউনিট এর সার্বিক সহযোগিতায় ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে উপক‚লীয় চরাঞ্চলসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায়। তারই ধারাবাহিকতায়, গত শনিবার ও রবিবার (১৪ জুন) উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নে রত্নাঘেরিতে আম্পানে ক্ষতিগ্রস্ত পানি বন্ধী ৫০ টি পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে তারা। এ সময় প্রতি পরিবারকে চাল ৭ কেজি, ডাল ১ কেজি, লবণ ৫০০ গ্রাম, তেল ১ কেজি, আলু ২.৫ কেজি, চিঁড়া ১ কেজি, চিনি দেড় কেজি, মোমবাতি ২টাসহ খাবার স্যালাইন ও গ্যাস লাইট প্রদান করে তারা। মানব কল্যাণ ইউনিটের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বানভাসি মানুষের পাশে সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহŸান জানিয়েছেন উপজেলার সচেতন মহলসহ সাধারণ মানুষ। এ ব্যাপারে সংগঠনটির সভাপতি আল আমিন ফরহাদ বলেন, ‘আম্পানে আমাদের এলাকার মানুষের বেহাল দশা হয়েছে। ক্ষতি কম বেশি সবার হয়েছে। তার যতটুকু পারি আমরা করছি এবং করব। ইতিমধ্যে আমরা কয়েক শ’ পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দিয়েছি। বাঁধ মেরামতে কাজ করা শ্রমিকদের ভিতর ৩০০ কেজি চিঁড়া ও ১০০ কেজি মিষ্টি বিতরণ করেছি’। তিনি আরও বলেন, একজনের দুঃখ কষ্টে অন্যজনের বিচলিত হয়ে উঠা মানব চরিত্রের উৎকৃষ্ট বৈশিষ্ট্য। তাই বরাবরের মত এবারও আমরা অসহায়, বানভাসি মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ’। 8,577,186 total views, 4,956 views today |
|
|
|