দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর গ্রামের কৃতি সন্তান, আহছানিয়া মিশনের ডেপুটি ডিরেক্টর ইকবাল মাসুদের লেখা বই ‘মাদক নির্ভরশীলতার জানা-অজানা কথা’র মোড়ক উন্মোচন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য প্রকাশের পরিচালক মফিদুল হক। বইটি পাওয়া যাবে একুশের বই মেলায় ‘সাহিত্য প্রকাশ’ প্রকাশনীর ১৩৬, ১৩৭, ১৩৮ ও ১৩৯ নং স্টলে।
9,015,595 total views, 124 views today