দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ থেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে দু’জন শিক্ষার্থী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এদের মধ্যে উপজেলার কুলিয়া গ্রামের রমামনি পাল মাগুরা মেডিকেল কলেজে এবং পারুলিয়া জেলেপাড়া গ্রামের অমিত মাঝি খুলনা মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
উল্লেখ্য, উক্ত দুই শিক্ষার্থী ২০১৮ সালে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছিল। তাদের মেডিকেলে চান্স পাওয়ায় কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।