দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় নয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান (৫৫) ওরফে মিজান ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধোপাডাঙ্গা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিজানুর রহমান ওরফে মিজান ডাকাত সখিপুরের ধোপাডাঙ্গা গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী ও এএসআই আবুল কালাম অভিযান চালিয়ে মিজানুর রহমান ওরফে মিজান ডাকাতকে গ্রেফতার করে। ডাকাত মিজানের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে জিআর ৩১০/০৯, টিআর-১৪/১২ মামালার নয় বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি।