দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কোঁড়া গ্রামের রজব আলী গাজীর ছেলে সাহেব আলী (৩২), নওয়াপাড়া গ্রামের এজাহার মুন্সির ছেলে আলমগীর হোসেন (৩২), সুশীলগাঁতী গ্রামের লুৎফর রহমানের ছেলে হাসান মাহমুদ (৩৯), উত্তর পারুলিয়া গ্রামের মৃত ওহাব আলীর ছেলে রফিকুল মোড়ল (৬৮), পারুলিয়া গ্রামের মৃত হেরাজতুল্লার ছেলে আসমত আলী (৫২) এবং মাঝ পারুলিয়া গ্রামের আবুল খায়ের সরদারের ছেলে আবু তাহের (৩৮)। দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনাকালে বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং-৫, তারিখ-১০/১০/২০১৮।
9,096,384 total views, 523 views today