দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী আফরোজা খাতুনের (১৫) উপর মাদক ব্যবসায়ী আব্দুল ওহাব কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ অক্টোবর) সকাল ৯টায় বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক এমাদুল হক, সহকারি শিক্ষক জাহাঙ্গীর কবির, স্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ডা. শোকর আলী। এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য নুরে আযম, সাংবাদিক অহিদুজ্জামান, রমজান মোড়ল, বহেরা রয়েল ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম বাবু, শহীদুল ইসলাম শাহাজী, মোজাফ্ফর হোসেন খোকন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ওহাবের হামলায় আহত জেএসসি পরীক্ষার্থী আফরোজা খাতুনের পরীক্ষায় অংশ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।