সেপ্টেম্বর ২৯, ২০১৮
সখিপুরে শ্রমিক লীগের সম্মেলনে বক্তারা : ‘বর্তমান সরকারের আমলে শ্রমিকদের জীবনমান উন্নত হয়েছে’
![]() মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটার সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সম্মেলনে বক্তারা বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে শ্রমিকদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু ছিলেন শ্রমিক ও মেহনতী মানুষের বন্ধু। আর তার কন্যা বাবার আদর্শ ধরে রাখতে দেশে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন করেছেন। শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করে সরকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু তাই নয়, সরকার জনবান্ধব হওয়ায় দেশের মানুষের কল্যাণে বিভিন্ন নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। সাথে সাথে সরকারি বিভিন্ন সেবার মান উন্নয়ন করে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তিত করেছেন। আগামী নির্বাচনে সরকারকে পুনরায় ক্ষমতায় আনলে উন্নত দেশের পরিণত করতে সহজ হবে। তাই আগামী নির্বাচনে কাধে কাধ মিলিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীককে জয়যুক্ত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ প্রদানের অনুরোধ জানান তারা। 9,096,842 total views, 981 views today |
|
|
|