আগস্ট ২৯, ২০১৮
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গাদন খেলা
সাইফুল ইসলাম, কলেজ প্রতিনিধি (দেবহাটা): আবহমান বাংলার গ্রামীণ খেলাগুলোর মধ্যে বেশিরভাগ খেলাই আজ হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি হলো গাদন খেলা। তবে কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি। কিছু কিছু খেলা চোখে পড়লেও হাতে হাতে মোবাইল থাকায় শিশুরা সেটাও ভুলতে বসেছে। 8,944,497 total views, 247 views today |
|
|
|