ফেব্রুয়ারি ১০, ২০২৪
বিশ্বের দরবারে দেশের ক্রীড়াঙ্গন আলোকিত করছে সাতক্ষীরার সন্তানেরা: এমপি আশু
নিজস্ব প্রতিনিধি : সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, সাবিনা কিংবা মাছুরা খাতুন- যার নামই বলি না কেন, এদের সবার নামের সঙ্গে উঠে আসবে সাতক্ষীরার নাম। বিশ্বের দরবারে সাতক্ষীরার এসব খেলোয়াড়ই উজ্জ্বল করেছে দেশের নাম, সঙ্গে গোটা বিশ্বের সামনে সাতক্ষীরাকে তুলে ধরেছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ক্লেমন অনূর্ধ্ব-২৩ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু এসব কথা বলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পি.পি. এ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও জেলা ক্রীয়া সংস্থার কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়েন্স ক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান আলতু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা ক্রীয়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, মির্জা মনিরুজ্জামান কাকন,সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি মো. কাইয়ূমুজ্জামান পাভেল, সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পরিচালক মো. কামরুল ইসলাম লালু প্রমুখ। খেলায় সুন্দরবন ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। 8,413,587 total views, 1,740 views today |
|
|
|