অক্টোবর ৩১, ২০২৪
সাতক্ষীরা সিবি হসপিটালে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর-২০২৪ শীর্ষক আলোচনা সভা ও ব্রেস্ট ক্যান্সার স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা সিবি হাসপাতালের ক্যান্সার বিভাগে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার যৌথ আয়োজনে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব প্রেসিডেন্ট মো. মশিউর রহমান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান। আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. মনোয়ার হোসেন, জতীয় ক্যান্সার হাসপাতালের ডা. মিজানুর রহমান, ডা. আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা কৃষিবিদ ড. এম এ মাজেদ, প্রফেসর ডা. মো. গোলাম হোসেন, ডা. সুশান্ত কুমার ঘোষ, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম মুকুল, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. কামরুজ্জামান রাসেল, অধ্যাপক নুর মোহাম্মদ পাড় প্রমুখ। এসময় সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকির কারণ ও স্তন ক্যান্সারের লক্ষণসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব ব্রাইট। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান মাগফুর রহমান। 8,535,365 total views, 2,697 views today |
|
|
|