প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলা ভোমরায় নিয়ম সেবা মাস অন্তে ভাগবত আলোচনা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় ভোমরা পুরাতন হাটখোলার সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি বাবু কার্তিক চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন গোবিন্দ সরদার, সেবায়েত হিসেবে উপস্থিত ছিলেন বাবু তপন গোস্বামী (দেবহাটা পাট বাড়ি)। হরিনাম সংকীর্তন করেন জগদীশ কর্মকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা পুরাতন হাটখোলা সর্বজনীন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু দীপঙ্কর ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু সন্তোষ ঘোষ, ভোমরা স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী বাবু গনেশ চন্দ্র ঘোষ, শুভঙ্কর ঘোষ, বিশু ঘোষ, ব্যস্ত ঘোষ, দীপক ঘোষ, ভোলা দাস, দেবদাস সরদার, নারায়ণ চন্দ্র ঘোষ, সুমিত ঘোষ, অনাদি রঞ্জন সুশীল, অরবিন্দু সরদার (চিনু)। ভাগবত আলোচনা অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের জন্য অন্ন প্রসাদ রান্না করেন বিন্দা সাহা।