এই জীবন কি দিল আমায়
সে হিসাব মেলে না আজি
মহা রণে বিজয়ী হয়ে
পেলাম এ আমায় আজি।।
পেয়েছিলাম মায়েরই মায়াবী মুখ
যা দেখে পেয়েছি অনাবিল সুখ,
ছিল হাসি খুশি আদর মমতা
সে সব কিছু আজি গেল কোথা।।
জীবনের পথটি পাড়ি দিতে
হাসিগুলো রূপ নিল কষ্টতে,
কত শ্রম যুদ্ধ পরীক্ষা দিলাম
জয়ী হয়েও আমি কি আজি পেলাম।।
চাপ চাপ রক্ত, বেদনার আখরে
রচিলে নরক ভাঙ্গিয়া পাঁজরে,
যখনি দেখেছি কোন পদ্ম লোচনা
কৃষ্ণ মেঘের পর্দা দিয়েছে বঞ্চনা,
সূর্যের আলো পড়ে না চোখে
বুকের জমানো বরফ গলে না সুখে।।
ভালবাসায় সিক্ত হল না হৃদয়
হাসিরা ফিরিল না যে নিয়েছে বিদায়,
বুকে চেপে থাকা সে পাথর খানি
প্রেমের অশ্রুতে গলে গেল না জানি,
চাই না এখন আর চাদেঁর হাসি
চাই না সুখেরই সাগরে ভাসি,
নিঃস্ব হয়েছি আমি দিতে দিতে
চাই পথচলা থেকে মুক্তি পেতে।।