কেন তুমি অমন করে দুহাত বাড়ালে রাত্রিবেলা চাঁদ ডুবেছে মেঘের আড়ালে মেঘ তো নেই, কেবল আকাশ, কেবল ঝরাপাতা হাওয়ার ভেতর অভিসন্ধি, প্রাচীন লোকগাঁথা কে গো তুমি, শ্যামল বরন শরত কালের বায়ু একটু বসো ছায়ার তলে, একটু পরমান্তু অরূপ তুমি, অচিন আমি, অলীক গায়ে যাই যাকে খুঁজছি পথে পথে রূপ তো জানি নাই কতকালের আনন্দ আজ পথের বাঁকে বাঁকে এমনি করে ধুলোর ভেতর একলা পড়ে থাকে
8,538,811 total views, 6,143 views today