জুন ২০, ২০২৩
জেলা মন্দিরের উদ্যোগে রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকালে জেলা জয়মহাপ্রভু সেবক সংঘের আয়োজনে ও সাতক্ষীরা জেলা মন্দিরের সার্বিক সহযোগিতায় জেলা জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ফিতা কেটে রথযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশের সকল ধর্মের মানুষ তাদের স্ব-স্ব ধর্মের আচার অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করে থাকে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারো বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী করতে হবে।” আলোচনা সভা শেষে ফিতা কেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা উৎসবের উদ্বোধন করা হয়। 8,584,745 total views, 1,431 views today |
|
|
|