তালা প্রতিনিধি: তালার খলিলনগর ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য বিশ্বজিত মন্ডলকে (৪২) ইয়াবাসহ আটক করেছে র্যাব।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে খলিলনগর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে ১৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করে র্যাব-৬ এর সদস্যরা।
আটক বিশ্বজিত মন্ডল খলিলনগর গ্রামের মৃত নিমাই মন্ডলের ছেলে।
খুলনা র্যাব-৬ এর কমান্ডার লে. কর্নেল জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খলিলনগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ইউপি সদস্য বিশ্বজিত মন্ডলকে তার বাড়ির সামনে থেকে ১৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত।