নভেম্বর ২৭, ২০২৪
তালায় সন্তানের পিটুনিতে আহত সেই মা মারা গেছেন
বি. এম. জুলফিকার রায়হান, তালা : তালার দোহার গ্রামে কুলাঙ্গার সন্তান কাশেম খাঁ ও তার স্ত্রী রোজিনা বেগমের পিটুনিতে গুরুতর আহত বৃদ্ধা মা ছবিজান বেগম অবশেষে মারা গেছেন। গত প্রায় প্রায় ১৫দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতে তিনি মারা যান। এঘটনায় তালা থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টার মামলাটি নতুন করে হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে। 8,677,046 total views, 5,803 views today |
|
|
|