জানুয়ারি ২৮, ২০২৩
মোঃ আনিসুর রহিম স্মরণে নাগরিক শোকসভা ২৫ ফেব্রæয়ারি
শিক্ষাবিদ, সাংবাদিক, নাগরিক নেতা ও শিশুবন্ধু খ্যাত ব্যক্তিত্ব মোঃ আনিসুর রহিম স্মরণে অনুষ্ঠিতব্য নাগরিক শোকসভা সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক শোকসভা আয়োজক কমিটির আহŸায়ক শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র শব-ই-মিরাজের কারণে মোঃ আনিসুর রহিম স্মরণে অনুষ্ঠিতব্য নাগরিক শোকসভাটি ১৮ ফেব্রæয়ারির পরিবর্তে ২৫ ফেব্রæয়ারি শনিবার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় নাগরিক শোকসভা সফলে নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, নাগরিক নেতা আজাদ হোসেন বেলাল, অ্যাড. এম শাহ আলম, সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, সনাকের আহŸায়ক পবিত্র মোহন দাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, অধ্যক্ষ মোবাশে^রুল হক জ্যোতি, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু, উদীচীর শেখ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জাসদের অধ্যাপক ইদ্রিস আলী, ভূমিহীন নেতা ওহাব আলী সরদার, আব্দুস সাত্তার, মো: আশরাফুল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সাংবাদিক শামীম পারভেজ, সাংবাদিক আহসান রাজীব, সাংবাদিক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, উত্তরণের অ্যাড. মুনীর উদ্দিন, তানজির কচি, সিপিবির আবুল হোসেন, সাংবাদিক মাসুদুজ্জামান সুমন, আব্দুল জব্বার মাস্টার, ডা. মুনসুর রহমান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)। 8,641,375 total views, 6,374 views today |
|
|
|