সেপ্টেম্বর ৩০, ২০২৪
সাতক্ষীরায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি : “বৈষম্য নিপাত যাক পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক” এই প্রতিপাদকে সামনে রেখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার পূর্বক বিআরইবি-পিবিএ একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক /অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবি দ্রæত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা পবিস এজিএম (অর্থ) চঃদাঃ মো. নুরুল আলম, পবিস এজিএম (প্রশাসন) মো. জাহিদ হাসান, এজিএম (ওএন্ডএম) মো. মনজুরুল আক্তার, এজিএম (এমএস) মো. সাইফুল ইসলাম, ডিজিএম ঝাউডাঙ্গা জোন মো. রফিকুল ইসলাম, ডিজিএম আশাশুনি জোন নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও ডিজিএম (কারিগরি-সদর) মো. মকছেদুল মমিন প্রমুখ। 8,549,201 total views, 16,533 views today |
|
|
|