কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেবহাটার বহেরা গ্রামের রুবায়াত রাহার আবৃতি করা কবিতা প্রকাশ হবে বে-সরকারি টেলিভিশন এটিএন বাংলায়। সে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শ্রেণির ছাত্রী।
আগামী ২১ শে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তার আবৃত্তি করা কবিতা প্রচার হবে। সে প্রথম বারের মত টেলিভিশনে তার কবিতা আবৃত্তিতে অংশ নেবে। এর আগে রাহা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে। রাহার বাবা একজন উন্নয়নকর্মী ও তার মা একজন কলেজ শিক্ষক। সে সকলের দোয়া প্রার্থী।