অক্টোবর ২৯, ২০২২
দেবহাটায় দেবরের বিরুদ্ধে ভাবির নাক ফাঁটানোর অভিযোগ!
নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাবির নাক ফাঁটিয়ে দেওয়া অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। শনিবার দুপুর দেড়টার দিকে মাঝ পারুলিয়া পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। বর্তমানে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত গৃহবধূ জানান, সম্প্রতি তুচ্ছ ঘটনা কেন্দ্র করে তার দেবর আব্দুল কাদেরের গোলযোগ বাধে। শনিবার দুপুরে ফের তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হলে তার (গৃহবধূ) ওপর হামলা চালায় দেবর আব্দুল কাদের, তার স্ত্রী রহিমা খাতুন, ছেলে আব্দুর রহিম ও মেয়ে কুলসুম। এসময় বেধড়ক মারপিটে আমাকে জখম করে তারা। এতে আমার নাক ফেঁটে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আহতের পরিবার। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মিথ্যা ভাবে কেউ যাতে হয়রানি না হয় সে বিষয়ে দেবহাটা থানা পুলিশ তৎপর রয়েছে। 8,766,368 total views, 6,928 views today |
|
|
|