আগস্ট ২৫, ২০২২
নতুন পোশাক পেলো দেবহাটা গ্রাম-পুলিশরা
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার ইউনিয়ন পর্যায়ের দফাদার ও মহল্লাদারের নতুন পোশাক ও সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫টি ইউনিয়নে দায়িত্ব পালনকারী দফাদার ও মহল্লাদারের মাঝে এ সরঞ্জামাদি প্রদান করা হয়। এসময় এসব সরঞ্জামাদির গুনগত মান পরীক্ষা করে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভ‚মি) আজহার হোসেন উপস্থিত থেকে নতুন পোশাকসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি বিতরণ করেন। বিতরণ করা হয় নতুন পোশাক, হাফ শার্ট, ফুল প্যান্ট, শার্টের সোল্ডার, বেল্ট, জ্যাকেট, লাইনার বাঁশি, চার্জার টর্চলাইট, বেতের লাঠি, মাথার ক্যাপ, ছাতা, রেইনকোটসহ বিভিন্ন সরঞ্জামাদি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় দফাদার ও মহল্লাদারেরা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা দিন-রাত কঠোর পরিশ্রম করে। এই সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পোশাক সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। 8,767,110 total views, 7,670 views today |
|
|
|