আগস্ট ১৭, ২০২২
দেবহাটায় ভোটার তালিকা হালনাগাদ করনে সমন্বয় সভা
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভোটার তালিকা হালনাগাদকরণ-২০২২ উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহেল জুয়েলের সঞ্চলনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমা সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল প্রমুখ। এসময় শিক্ষা অফিসার শাহজাহান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, সরকারি কেবিএ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্ল্যা সাবির হোসেন, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রামপ্রসাদ ঘোষ উপস্থিত ছিলেন। ডিজিটাল জন্মনিবন্ধন দিয়েই আগামী ১ জানুয়ারি ২০০৭ এর পূর্বে যাদের জন্ম তারা সবাই ছবি সহ ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবেন বলে জানান কর্মকর্তারা। যে সকল ব্যক্তি সাম্প্রতিক মারা গেছেন তাদের মৃত্যু সনদ নিয়ে ভোটার তালিকা থেকে বাতিল করতে হবে। আগামী ২৪ আগস্ট শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ। এছাড়া ভোটার তালিকা হালনাগদ সুষ্ঠু ও সুন্দর ভাবে শেষ করার লক্ষে সকলের সহযোগিতা চেয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 8,855,865 total views, 3,137 views today |
|
|
|