নিজস্ব প্রতিনিধি : আগামী ২৬ এপ্রিল আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর হস্তান্তর শুভ উদ্বোধনি অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা চেয়ে প্রেস কনফারেন্স করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। রবিবার (২৪ এপ্রিল) দুুপুরে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর জন্য নির্মিত তৃতীয় পর্যায়ের ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।
উক্ত অনুষ্ঠানে আশাশুনি উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মিত ৪৭টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। ঘর হস্তান্তর অনুষ্ঠান সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানান। তিনি বলেন, আশাশুনি উপজেলায় ইতিপূর্বে ১ম ও ২য় পর্যায়ে ৫২৮টি ঘর হস্তান্তর করা হয়েছে।