এপ্রিল ২৩, ২০২২
খাজরায় বোরো ধান সংগ্রহে ব্যস্ত সময় পার
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে চলতি বোরো মৌসুমে আবাদকৃত ধান সংগ্রহে খাজরার কৃষক-কৃষানিরা ব্যস্ত সময় পার করছেন। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কৃষকের স্বপ্নের ফসল ঘরে তুলতে শ্রমিকের পাশাপাশি ঘরের নারীদেরও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতে দেখা যায়।
খাজরা ইউনিয়নে এবার চলতি বোরো মৌসুমে প্রায় ৪শ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার অনেক নতুন নতুন কৃষি ক্ষেত বৃদ্ধি পেয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আশাশুনি কৃষি অফিসের মাধ্যমে খাজরা বøকে বোরো আমন ধানের বীজ,সার,কীটনাশক থেকে শুরু করে ফসল কৃষকের ঘরে তোলা পর্যন্ত সব সময় পরামর্শ দিয়ে আসছে। সময়মত কৃষকের বীজ সরবরাহ নিশ্চিত করেছে। ন্যায্য মূল্যে কৃষকের ধান ক্রয় করা হবে বলে আশা রাখি। এছাড়াও কৃষি প্রণোদনার অংশ হিসিবে খাজরার প্রান্তিক কৃষকদের হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
8,617,629 total views, 9,286 views today |
|
|
|