এপ্রিল ৫, ২০২২
আশাশুনির প্রতাপনগরে রুইয়ারবিল বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন : আতঙ্কে এলাকাবাসী
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে আকস্মিকভাবে ভয়াবহ ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান। ভাঙনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে দ্রæত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এদিকে প্রতাপনগরের শ্রীপুর কুড়িকাহনিয়া গ্রামের লঞ্চঘাটের উত্তর ও দক্ষিণ সীমানা এবং মাদারবাড়িয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রসঙ্গত, ঘুর্ণিঝড় আম্ফান ও ইয়াস এর প্রভাবে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে জোয়ার ভাটায় প্লাবিত হয়ে প্রায় দুবছর প্রতাপ নগর ইউনিয়নের ৩০ হাজার মানুষ পানিবন্দি জীবন যাপন করেছেন। তাই জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড তথা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ইউনিয়নবাসী। 8,620,692 total views, 244 views today |
|
|
|