ফেব্রুয়ারি ১৫, ২০২২
শহীদ মিনার না থাকায় আশাশুনির অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারি পালিত হয় অস্থায়ী শহীদ মিনারে
সমীর রায়, আশাশুনি : আশাশুনির অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব প্রতিষ্ঠানে মহান ভাষা শহীদদের স্মরণ করা হয় অস্থায়ী শহীদ মিনার বানিয়ে। অনেক প্রতিষ্ঠানে ব্যানারের ছবি তুলে ফেসবুকে আপলোড করে দায়িত্ব পালন করেন। আবার কেউ কেউ আলোচনা সভা করেই মহান ভাষা দিবস পালন করে থাকেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৬৭টি, প্রিক্যাডেট ৬টি, কলেজ ৭টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৭ টি ও মাদ্রাসা রয়েছে ২৯ টি। শিক্ষা অফিসের তথ্য মতে ১৬৭ স্কুলের মধ্যে মাত্র ৩৭ প্রতিষ্ঠান বাদে ১৪০ প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার নেই।
কলেজ পর্যায়ে উপজেলার ৭ কলেজের মধ্যে ৩ টিতে শহীদ মিনার নেই। এরমধ্যে বুধহাটা ইউনিয়নের বুধহাটা মহিলা কলেজ ও সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, শোভনালী ইউনিয়নের হাজী জালাল উদ্দিন আদর্শ কলেজে শহীদ মিনার নেই।
এরমধ্যে উপজেলা সদরের মডেল প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় সরাসরি উপজেলা পরিষদের রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করে থাকে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের সাথে ফোনে (০১৭১৬৭৭০৫৮০) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন মুজিব শতবর্ষে দাঁড়িয়ে এখনও স্কুলে মহান ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার থাকবে না এটা দুর্ভাগ্যজনক। বিষয়টি আমলে নিয়ে প্রত্যেক স্কুলে শহীদ মিনার তৈরি করতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি। 8,627,431 total views, 6,981 views today |
|
|
|