ফেব্রুয়ারি ১৩, ২০২২
আশাশুনিতে হামলা সংঘর্ষ: আহত তিন
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের স্বামী স্ত্রী ও স্কুল পড়–য়া কন্যা সহ তিনজন আহত হয়েছে। সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার বলছে গত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় তাদের উপর এ নিল নকশার হামলা হয়েছে। এদিকে হামলা কারীরা মারপিট করে ক্ষান্ত হয়নি তারা বাড়িঘর মৎস্য ঘের লুটপাট জবর দখলের দৃশ্য সাধারণ মানুষ ভিডিও ফুটেজ ধারন করেছে। কোনো উপায়ান্ত না পেয়ে তাদের হাত থেকে বাঁচতে ৯৯৯ ফোন করলে আশাশুনি থানার কর্তব্য রত এস আই নুরুন্নবী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হওয়ার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত সত্যজিৎ মন্ডল স্ত্রী মহারানী কন্যা রূপা মন্ডলকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে ৬ জনের নাম উল্লেখ ও ৭-৮ জনকে অজ্ঞাত নামা আসামি করে একটি এজাহার দায়ের করা হয়েছে। জানা গেছে শ্রীউলা ইউনিয়নে গত ৫ম ধাপের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা মৎস্য ঘের জবর দখলসহ অন্যান্ন বিষয়ে ইউনিয়নটির নিত্যদিনের সঙ্গী হয়ে দেখা দিয়েছে। এর ফলে এলাকার একটি স্বার্থন্বেসী মহাল কোনো কারন ছাড়াই সাধারণ মানুষের উপর নির্যাতন ও দখল বাজির মহা উৎসব চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কাকড়াবুনিয়া গ্রামের মৃতঃ অনিল কৃষ্ণ মন্ডলের ছেলে সত্যজিৎ মন্ডলের মৎস্যঘের জবর দখল বাড়িঘর ভাঙচুরের হামলার পরিকল্পনা করেন। একই গ্রামের ইস্রাফিল মোড়ল, কালিদাশ মন্ডল, জহুরুল আকুঞ্জি ও আশরাফুল আকুঞ্জিসহ আরো অনেকে। সে মোতাবেক গতকাল সকাল ৮টার দিকে লোক মুখে শুনতে পান উল্লেখিত ব্যক্তিগন তার মৎস্যঘেরর বাঁধ কাটছে। তাদের এমন কর্মকান্ডে প্রতিবাদ করলে জহুরুল আকুঞ্জি কোনো কথা ছাড়াই দা দিয়ে সত্যজিতের মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে মৎস্য ঘেরে ফেলে দেয়। কন্যা পিতাকে উদ্ধার করতে এগিয়ে গেলে ইসরাফিল ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে সেও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। স্ত্রীর ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু ঐ চক্রটি ক্ষান্ত না হয়ে বাড়ির চারদিকে পুনরায় হামলা করার জন্য জড়ো হতে থাকে। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপুর সাথে কথা হলে তিনি বলেন ঘটনা ঘটেছে শুনেছি দুই পক্ষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি মিমাংসা করার জন্য উভয় পক্ষের সাথে কথা বলব। 8,627,622 total views, 7,172 views today |
|
|
|