ফেব্রুয়ারি ১২, ২০২২
খাজরায় কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় সাতক্ষীরা -৩ আসনের এমপি ডাঃ আ.ফ.ম রুহুল হকের বিশেষ বরাদ্দের আওতায় কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। এর ফলে গ্রামীণ এ জনপদে বর্ষা মৌসুমে বন্যার পানি থেকে কৃষকের ধান ও মাছ চাষ অনেকটা ঝুকিমুক্ত হবে। শনিবার (১২ ফেব্রæয়ারী) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি গ্রামে গিয়ে দেখা যায়, গজুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নিখিলের দোকান পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার কাজ চলমান আছে। একই গ্রামের সহদর মাস্টারের বাড়ি হতে রাউতাড়ার ছাত্তার গাজীর বাড়ি পর্যন্ত পৌনে ১কিলোমিটার রাস্তাও সংস্কার করা হবে। এ রাস্তা গুলো প্রতি বছর চেউটিয়া জলমহালের ভেড়িবাধ হওয়ায় বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপে ওভার ফ্লু হয়ে লোনা পানি কৃষকের ক্ষেতে ও মৎস্য ঘেরে প্রবেশ করে অনেক ক্ষয়ক্ষতি হয়। রাস্তাগুলো টেকসই ভাবে সংস্কার হলে স্থানীয়রা এ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রামপদ সানা জানান,চেউটিয়া জলমহালের লোনা পানি যাতে ফটিকখালী বিলে প্রবেশ করতে না পারে সে জন্য খাজরা ইউপি চেয়ারম্যান ফটিকখালী গাজী বাড়ি মাদ্রাসা হতে দেয়াবর্ষিয়া দিঘির পাড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হবে খুব শীঘ্রই।
এ বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম জানান, ২০২১-২২ অর্থ বছরে সাতক্ষীরা-৩ আসনের মাননীয় এমপি ডাঃ আ.ফ.ম রুহুল হকের বিশেষ বরাদ্দ থেকে এ কাঁচা রাস্তা গুলো সংস্কার করা হচ্ছে। তিনি আরও জানান, এলাকার সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প যথাযথ বাস্তবায়ন করা হবে। 8,629,363 total views, 8,913 views today |
|
|
|