আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বড়দলে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের হস্তক্ষেপে ঘর নির্মাণের কাজ বন্ধ হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল বাজারে সরকারি ছুটির দিনে বাজারের খাস জায়গা দখল করে অবৈধভাবে রড সিমেন্টের খুঁটির উপরে টিনের ছাউনি দিয়ে দোকানঘর নির্মাণ করছিলেন বড়দল গ্রামের মৃত মন্তাজ গাজীর ছেলে হাকিম গাজী ও হামিদ গাজী।
স্থানীয়রা তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। খাস জায়গায় ঘর নির্মাণের সংবাদ শুনে সঙ্গে সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা মোবাইলে বড়দল ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানাকে বললে চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করেন।