জানুয়ারি ১১, ২০২২
ইউনাইটেড হাইস্কুলে রেইন ওয়াটার হার্ভেষ্টিং সিস্টেম স্থাপন
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়’খাজরায় শিক্ষক,শিক্ষার্থীদের সুপেয় নিরাপদ পানির চাহিদা পূরণের লক্ষ্যে স্থাপন করা হল রেইন ওয়াটার হার্ভেষ্টিং সিস্টেম। সোমবার(১০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়,সারি সারি ১০হাজার লিটারের ১৮টির মত পানির ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। মনোরম ডিজাইনে নির্মাণ করা হয়েছে পানি বিশুদ্ধকরণ প্লান্ট। স্কুল ভবনের ছাদ থেকে বৃষ্টির পানি প্রথমে সংরক্ষন করে বিশুদ্ধকরণ হাউজে জমা হয়ে পানি ফ্লিটারিং হয়ে চলে যাবে ব্যবহার করার জন্য স্থাপনকৃত ট্যাঙ্কে। তারপর শিক্ষক,ছাত্র/ছাত্রীরা সে পানি সুপেয় পানি হিসেবে ব্যবহার করবে বলে জানা যায়। আরও জানা যায়, এই অঞ্চলে নিরাপদ খাবার পানির সমস্যা দীর্ঘ দিনের। অধিকাংশ টিউবওয়েলের পানি আর্সেনিকযুক্ত। নিরাপদ পানির চাহিদা পূরনের লক্ষ্যে বেসরকারি সংস্থার মাধ্যমে এ পানির প্লান্ট স্থাপন করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন জানান, সরকারি উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাধ্যমে ১লক্ষ ৮০হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন এ রেইনওয়াটার হার্ভেষ্টিং সিস্টেম স্থাপন করা হচ্ছে। ফলে এ বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী,ছাত্র/ছাত্রীদের সারা বছর সুপেয় পানির চাহিদা পূরন হবে। খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান,এই অঞ্চলে সুপেয় খাবার পানির তীব্র সংকট ছিল। ব্রাকের সহযোগিতায় ইতিমধ্যে ইউনিয়নের ২,৩ ও ৯ নং ওয়ার্ডে প্রায় প্রত্যেক বাড়িতে স্থাপন করা হয়েছে রেইন ওয়াটার হার্ভেষ্টিং সিস্টেম। বাকী ৪নংসহ লবণাক্ত অঞ্চলগুলোতে এ কার্যক্রম চলছে বলে তিনি জানান। 8,634,556 total views, 14,106 views today |
|
|
|