নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলায় অবস্থিত ব্রাইট স্টার প্রি ক্যাডেট স্কুলে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮নভেম্বর) সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের সভাপতি শেখ মাহমুদুল হক জিল্লুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা পারভীন।
মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা কলেজের প্রভাষক মাহমুদুল হাসান, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ এখলাছুর রহমান, অগ্রনী ব্যাংক মৌতলা শাখা’র ব্যবস্থাপক শুকদেব কুমার কুন্ড, বিশিষ্ট ব্যবসায়ী কাজী নুরমোহম্মাদ ডাবলু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের দিকে মায়েদের ভালো ভাবে খেয়াল রাখতে হবে। মা হলো মূল চালিকা শক্তি এবং অন্যতম গুরু। একজন শিক্ষিত মা কত প্রজন্মকে যে আলোকিত করতে পারেন তার ইয়াত্তা নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার দায়-দায়িত্ব অভিভাবকদের যতটুকু শিক্ষকদের ততটুকু। আপনাদের বাচ্চাকে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।