নভেম্বর ৬, ২০২১
কুল্যা-দরগাহপুর সড়কের বেহাল অবস্থা সংস্কার দাবি
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর (বাঁকা) সড়কের কয়েকটি স্থানের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। যানবাহন চলাচলের সময় প্রতিনিয়ত ঘটে চলেছে ছোটখাট দুর্ঘটনা। অনতিবিলম্বে সড়কটি সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন সাধারণ পথচারীরা।
সড়কটি প্রয়োজনীয় প্রস্থ না। ফলে যানবাহন ওভার টেকিং এর সময় সমস্যার সৃষ্টি হয়ে থাকে। একটি বাস, ট্রাক বা মাইক্রো সড়কে ঢুকলে অন্য যানবাহন ওভার টেকিং খুবই সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। অপ্রসস্থতার কারণে দু’টি যানবাহনের ক্রসিং ও ওভার টেকিং ঝুঁকিপূর্ণ হয়ে থাকে।
জনগুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে বাস, ট্রাক, মাইক্রো, মাহিন্দা, ইজিবাইক, নসিমন, মটরসাইকেল, মটরভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। এ রাস্তাটির সাথে এলাকার মানুষের জীবন জীবিকা ও উন্নয়ন যেমন জড়িত, তেমনি দেশের উন্নয়ন অগ্রগতিও জড়িত।
মহেন্দ্রচালক শরিফুল ইসলাম জানান- এ সড়কটি আমাদের জন্য খুবই গুরুত্বপুর্ণ। অতিরিক্ত যানবাহন চলাচল করায় রাস্তাটি দ্রæত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বাস-ট্রাকের পাশাপাশি আমাদের তিন চাকার গাড়িও চলে শতশত। কিন্তু ক্ষতিগ্রস্ত রাস্তাটির বিভিন্ন স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হওয়ায় অনেক ঝুঁকি নিয়ে আমাদের পথ চলতে হয়। 8,644,898 total views, 1,250 views today |
|
|
|