নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই শুরু করেন। শেষ হয় বিকেল ৫ টায়।
যাচাই-বাছাইয়ে রতনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে সেলিম হোসেনের বয়স কম হওয়ায় এবং বিষ্ণুপুরের ৬ নন্বর ওয়ার্ডের আশরাফ গাজীর মনোনয়ন ফরমে ত্রæটি থাকায় এ দু’টি মনোনয়নপত্র বাতিল হয়।
যাচাই-বাছাই শেষে নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৮, মেম্বার পদে ৪৬৫ আর সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৪২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
আগামি ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।