অক্টোবর ১৮, ২০২১
কালিগঞ্জে ব্যর্থ রাজনীতি ঢাকতে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে হাইব্রিড নেতারা
নিজস্ব প্রতিনিধি: নিজেদের ব্যর্থ রাজনীতি ঢাকতে তৃর্ণমূল নেতা-কর্মীসহ কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল।
‘‘আওয়ামীলীগে অগঠনতান্ত্রিকভাবে প্রার্থী নির্বাচন’’ শেখ মোজাহার হোসেন কান্টু, নুরুজ্জামান জামু ও সিরাজুল ইসলামের এমন বক্তব্যের জবাবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সজল এ কথা বলেন।
ওই ভোটে ৬৫ জন কাউন্সিলরের মধ্যে ৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে প্রয়াত আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়। আমি ১৫ ভোট, মোজাহার হোসেন কান্টু-১, নুরুজ্জামান জামু-১ আর সিরাজুল ইসলাম-০ ভোট পায়।
অথচ তৃর্ণমূলের রায়কে উপেক্ষা করে বহুল সমালোচিত অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টুর নেতৃত্বে এক সময়ের বিএনপি নেতা রাতারাতি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে প্রবেশকারী নুরুজ্জামান জামু, বিতর্কিত ছাত্রনেতা যার কমিটির মেয়াদ ছিলো মাত্র ২০/২৫ দিন সেই সিরাজুল ইসলাম যৌথভাবে কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, তৃর্ণমূল নেতা-কর্মীসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যেটি খুবি দুঃখ জনক।
২০১৯ সালের ২২ ফেব্রæয়ারী নুরুজ্জামান জামু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় তার স্থানে প্রক্সি দিতে গিয়ে রেজওয়ান ইভান রনি নামে এক কলেজ ছাত্র পুলিশের হাতে আটক হয়। 8,628,091 total views, 7,641 views today |
|
|
|