সেপ্টেম্বর ২২, ২০২১
মৌতলা বাজার সড়ক যেন এক মরণ ফাঁদ
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা বাসস্ট্যান্ড থেকে কাঁচাবাজার পর্যন্ত ১ কিলোমিটার সড়কের কাজ চলছে ধীরগতিতে। খোঁড়াখুড়িতে সড়কের বেহাল অবস্থা এ যেন এক মরণ ফাঁদ। প্রতিনিয়ত হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় দেড় বছর আগে রাস্তাটির আরসিসি ঢালাই কাজের জন্য টেন্ডার নেয় ওটিক টেকনো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু ঠিকাদার রানা ইসলাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে রাস্তা খুড়ে রাখলেও আজ পর্যন্ত কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। মৌতলা বাজার দোকান মালিক সমিতির সভাপতি শেখ মাহমুদুল হক জানান, জেলার একটি স্বনামধন্য বাজার হিসেবে পরিচিত মৌতলা বাজার। বাজারে রয়েছে ৩৪ টি কাঁচামালের আড়ৎ। প্রতিদিন প্রায় অর্ধশত পণ্যবাহী ট্রাক আসে এই বাজারে। জেলার শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার খুচরা ব্যবসায়ীরা কাঁচামাল কিনতে আসে এই বাজারে। প্রতিদিন ১০ হাজার মানুষের সমাগম ঘটে এখানে। কিন্তু ভাঙা-চোরা রাস্তায় আটকা পড়ছে যানবাহন। বাড়ছে যানজট, ঘটছে ছোট- বড় দুর্ঘটনা। বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজী ফয়সাল হোসেন বিদ্যুৎ জানান, ঘর থেকে বের হলেই ভোগান্তিতে পড়তে হয় মৌতলাবাসীর। জনগুরুত্বপূর্ণ সড়কটি এক বছর আগে খুড়ে রাখলেও আজও পর্যন্ত কাজ শুরু হয়নি। এতে এলাকার মানুষের সীমাহীন দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। সড়কের দুই পাশের ব্যবসা-বাণিজ্য লাটে ওঠার উপক্রম হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই প্রকল্পে সরকারি বাজেটের টাকা না থাকায় ঠিকাদার কাজ করতে পারছে না। বাজেটের টাকা পেলেই অতিদ্রæত কাজ শুরু হবে বলে জানান তিনি। 8,633,803 total views, 13,353 views today |
|
|
|