সেপ্টেম্বর ১৫, ২০২১
মুক্তিযোদ্ধাদের অভিযোগ মথুরেশপুর ইউপিতে উন্নয়ন বরাদ্ধের লাখ লাখ টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নে বিভিন্ন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রকল্পের বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ’র বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন সরকারি প্রকল্পের কাজ না করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে উল্লেখ্য করে তিনি আরও বলেন, ৫ নম্বর ওয়ার্ডের মনোরঞ্জন ঘোষের বাড়ি হতে নীল কোমল ঘোষের বাড়ির অভিমুখ পর্যন্ত ১ লক্ষ টাকা ব্যয়ে ইট সোলিং রাস্তা নির্মাণ। তবে বাস্তবে কোন কাজ হয়নি।
৭ নম্বর ওয়ার্ডের উজয়মারি জয়দেব এর বাড়ি হতে উজয়মারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭৯ হাজার ৮শ’ টাকায় রাস্তা সংস্কার। বাস্তবে রাস্তায় এক ফোটা ‘খ’ পড়েনি কখনও।
৯ নম্বর ওয়ার্ডের নিজদেবপুর জসীমুদ্দিনের বাড়ির অভিমুখ হতে মুজিবর ঢালীর বাড়ির অভিমুখ পর্যন্ত ৭ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে মাটি নিয়ে রাস্তা পুণঃ নির্মাণ। তবে বাস্তবে এক ফোটা মাটিও পড়েনি।
৬ নম্বর ওয়ার্ডের সেকেন্দারনগর গ্রামের পিয়ারের বাড়ির ইট সোলিং এর মুখ হতে রাজ্জাকের বাড়ির অভিমুখে ইট সোলিং। বাস্তবে একটি ইটও বসেনি।
১ লক্ষ টাকা ব্যয়ে ৯ নম্বর ওয়ার্ডের নিজদেবপুর পিচের মুখ হতে ইউপি মহিলা মেম্বারের বাড়ির অভিমুখে নতুন ইট সোলিং রাস্তা নির্মাণ। একই ওয়ার্ডের মসজিদের সামনে থেকে মথুরেশপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য’র বাড়ির অভিমুখ পর্যন্ত রাস্তা সংস্কার ৮ মে. টন। দুই জায়গায় বাস্তবে কোন কাজ নেই।
এসময় উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি ফিরোজ করিব কাজল, স্থানীয় আবু তালেবসহ ইউনিয়নের শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
8,637,174 total views, 2,173 views today |
|
|
|