সেপ্টেম্বর ১৩, ২০২১
কালিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ৪৪ নং ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা গত রবিবার (১২ সেপ্টেম্বর) অভিযুক্ত ওই প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবলুকে জুতো পেটা করেছেন বলে জানিয়েছে স্থানীয়রা। এসময় তার মা-বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে। এছাড়া উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করবেন বলে সিদ্ধান্ত নেন। কিন্তু উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর অনুরোধে বিষয়টি নিয়ে কোন অভিযোগ করেননি। উপজেলা চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবলুকে বদলী করানো হবে। এজন্য বিষয়টি নিয়ে বড়াবাড়ি করা হয়নি বলে জানান তিনি। এছাড়া তিনি আরও জানান, গত রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবলুকে স্কুলে দেখে ওই ছাত্রীর মা (আমার ভাবী) ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই সময় প্রধান শিক্ষককে আমার ভাবী জুতো পেটা করেন।
এমন ঘৃণ্য কাজ করার পরেও স্কুলে প্রধান শিক্ষককে দেখে স্থানীয়রাও চড়াও হন তার উপর। পরিস্থিতি বেসামাল দেখে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম পুটু স্কুল থেকে তাকে বের করে বাডড়িতে পৌঁছে দেন বলে জানান তিনি। এবিষয়ে জানতে চাইলে ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবলু তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, গতকাল রবিবার পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজন আমার উপর হামলা চালায়। আমি বিষয়টি উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীকে অবহিত করেছি। এবিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার বলেন, ঘটনাটি আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে গত ২ মাস আগে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবলুকে ওই স্কুল থেকে বদলী করার জন্য সুপারিশ করে ছিলেন।
কিন্তু করোনা কালিন সময়ে স্কুল বন্ধ থাকায় সেটা সম্ভব হয়নি। এছাড়া গতকাল রবিবার শিক্ষক বাবলু নিজেই বদলীর জন্য আবেদন করেছেন। অতিদ্রæত তাকে ওই স্কুল থেকে বদলী করা হবে বলে জানান তিনি। 8,637,336 total views, 2,335 views today |
|
|
|