সেপ্টেম্বর ৫, ২০২১
দেবহাটায় পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ
দেবহাটা প্রতিনিধি: কোভিড -১৯ এ কর্মহীন হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া কালীগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কে চলাচলকৃত দেবহাটা উপজেলাস্থ পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ৯ টা থেকে পর্যায় ক্রমে উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২০১ জন শ্রমিকের মাঝে এসকল ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আবু বক্কর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমসহ সংশ্লিষ্ঠ ইউনিয়নের ট্যাগ অফিসার, ইউপি সচিব ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ত্রাণ সমগ্রীর মধ্যে কুলিয়ায় ২০ জন, পারুলিয়ায় ৩৩ জন, সখিপুরে ৬১ জন, নওয়াপাড়ায় ৭৪ জন ও দেবহাটা সদর ইউনিয়নে ১৩ জন পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। 8,882,527 total views, 1,928 views today |
|
|
|