মে ২৪, ২০২১
কালিগঞ্জ থানার পুলিশ কনস্টেবল হাদিস উদ্দিন আর নেই
শেখ শাওন আহমেদ সোহাগ: সাতক্ষীরার কালিগঞ্জ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল হাদিস উদ্দিন (৫৩) আর নেই। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের মৃত শেখ আব্দুর রাজ্জাকের ছেলে।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ২০ মে দুপুর আড়াইটার দিকে কালিগঞ্জ থানায় কর্মরত অবস্থায়
হাদিস উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরপর সোমবার (২৪ মে) চিকিৎসা শেষে হাদিস উদ্দিনকে নিজ বাড়ি পাইকগাছায় পাঠানো হয়।
সন্ধ্যার দিকে তিনি পূণরায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে, আত্মীয়- স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, পুলিশ কনস্টেবল হাদিস উদ্দিন হাইপ্রেসারের রোগী ছিলেন। গত ২০ মে অসুস্থ হয়ে গেলে কালিগঞ্জ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কনস্টেবল হাদিসের মৃত্যুতে জেলা পুলিশসহ থানা পুলিশ গভীর শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
8,413,380 total views, 1,533 views today |
|
|
|