এপ্রিল ২৫, ২০২১
কবি-সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক কর্মীদের সম্মানী ভাতা প্রদান
নিজস্ব প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কোভিড-১৯ করোনাকালীন কবি-সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ সম্মানী ভাতার চেক তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনা মহামারী করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে মেধা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে বিভিন্ন নির্দেশনা দিয়ে মহান আল্লাহর রহমতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভাল অবস্থানে আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল শ্রেণি পেশার মানুষের কথা ভাবেন। তিনি মানবতার মা’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কোভিড-১৯ করোনাকালীন কবি-সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সম্মানী ভাতা প্রদান করেছেন। তিনি আরো বলেন, ‘সাতক্ষীরার মানুষ অনেক ভাগ্যবান। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নতমানের করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনার সংক্রমণ রোধে সকলকে মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে এবং সেই সাথে দেশ কীভাবে ভাল থাকবে সেই সহযোগিতা করতে হবে। উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এমপি রবি। এসময় উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কোভিড-১৯ করোনাকালীন কবি-সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী, সাংস্কৃতিক কর্মী ভাতা ভোগীরা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অবজ্ঞা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা তারা অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকেননি।’ সাতক্ষীরা জেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কোভিড-১৯ করোনাকালীন ৩১৪ জন কবি-সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী, সাংস্কৃতিক কর্মীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান কর্মসুচির উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন। 8,415,804 total views, 3,957 views today |
|
|
|