ডিসেম্বর ২৭, ২০২০
জানুয়ারিতেই সাতক্ষীরায় করোনা টেস্ট শুরু: মেডিকেলে পিসিআর ল্যাব পরিদর্শনকালে এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য স্থাপিত পিসিআর ল্যাব পরিদর্শন করেছেন মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব পরিদর্শন করে ডাক্তার ও টেকনিশিয়ানদের সাথে কথা বলেন। এ সময় এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনা এই শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এই শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সে কারণে সকলকে খুব বেশি সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশে করোনা প্রতিরোধে সেবা প্রদানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষে আছে। তিনি আরও বলেন, আগামী জানুয়ারিতেই মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা টেস্ট শুরু হবে। করোনা রিপোর্ট পেতে সাতক্ষীরাবাসীকে আর ভোগান্তি পোহাতে হবে না। মেডিকেল কলেজ হাসপাতালের সুনাম ও সেবার মান ধরে রাখতে হবে’। এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহমেদ ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ হাসপাতালের ডাক্তার ও টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন। 8,417,685 total views, 1,458 views today |
|
|
|