ডিসেম্বর ৯, ২০২০
কলারোয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০ উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন, কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল সরকার, ইউপি চেয়ারম্যান স,ম, মোরশেদ আলী, কলারোয়া প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিকী, অধ্যাপক জিএম শাহানাজ আলী, প্রভাষক স্বপন কুমার ঘোষ, প্রধান শিক্ষক আজিজুর রহমান, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও ক্ষুদে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় অংশগ্রহণকারী ৯ শিক্ষা প্রতিষ্ঠানকে এবং বিজ্ঞান অলিম্পিয়াডে ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। 8,617,740 total views, 9,397 views today |
|
|
|