ডিসেম্বর ২, ২০২০
কলারোয়ায় মানছে না কেউ স্বাস্থ্যবিধি
কলারোয়া (পৌর) প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে কলারোয়া উপজেলা প্রশাসন শক্ত অবস্থানে থাকলেও বেশিরভাগ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। করোনা মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখেই বাদ দিচ্ছে মাস্কের ব্যবহার। সাধারণ মানুষের এই স্বাস্থ্য সচেতনতাহীন অবাধ চলাফেরাকে করোনার মধ্যে শীতকালের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছে উপজেলার সচেতন মহল। কলারোয়ার তুলসিডাঙ্গা এলাকার যুবক আলতাফ হোসেন জানান, করোনা থেকে নিরাপদ থাকার জন্য সরকারের নির্দেশিত মাস্ক ব্যবহারে কলারোয়ায় খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না। যেখানে সরকারের কঠোর নির্দেশনা ও স্থানীয় প্রশাসন বার বার মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন আচার অনুষ্ঠানে মাস্ক ব্যবহার করার জন্য দিকনির্দেশনা দিচ্ছে সেখানে অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহারকে গুরুত্ব হীন হিসেবে দেখছেন’। কলারোয়া আবজালের মোড়ের বাসিন্দা আব্দুর জব্বার জানান, ‘কলারোয়ায় হাটে বাজারে অধিকাংশ মানুষ মাস্ক ছাড়া চলাচল করছে। প্রায় প্রতিনিয়ত উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানা আদায় করছেন। তার পরেও জনসাধারণ এটাকে অবজ্ঞা করেই চলেছে। মানুষের এ অসচেতনতার ফলে চলতি শীত মৌসুমে উপজেলা ব্যাপী মারাত্মক করোনা ঝুঁকিতে পড়ার আশঙ্কা লক্ষ করা যাচ্ছে’। কলারোয়া হাসপাতাল রোড এলাকার রমিজুল ইসলাম জানান, ‘হাটে-বাজারে, রাস্তার মোড়ে চায়ের দোকানে সর্বত্র মানুষের ঢল। বেশির ভাগ মানুষের মুখে মাস্ক থাকে না। মানুষের চলাফেরা দেখে মনে হয় করোনা ভাইরাস দেশ থেকে চলে গেছে’। এ ব্যাপারে কলারোয়া উপজেলা প্রশাসনের আরো কঠোর হওয়ার আহŸান জানান কলারোয়ার সচেতন পৌর-বাসী। 8,618,792 total views, 10,449 views today |
|
|
|