নভেম্বর ১৪, ২০২০
ক্ষতিগ্রস্ত বেড়ি-বাঁধ মজবুতকরণে বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে-জার্মান রাষ্ট্রদূত
সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় জার্মান অ্যাম্বাসির পক্ষ থেকে আম্পান ও করোনাকালীন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফাহেরেনগোল্টজ। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মাড়িয়ালা বাজার মোড়ে ২ হাজার ৫শ’ পরিবারের মাঝে ২৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, সাবান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন- বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগণের ঘুরে দাঁড়ানোর জন্যে ৩০০ ইউরো প্রদান করেছে জার্মান সরকার। সাতক্ষীরার উপক‚লীয় অঞ্চলগুলি বেশ ঝুঁকিপূর্ণ। আমরা জার্মান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের দুর্যোগ প্রবণ সকল এলাকার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি। সাতক্ষীরার উপক‚লীয় এলাকায় বাড়তি সহায়তা হিসেবে আম্পানে ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক ও এলাকার বীর মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রস্তুত করেছেন। ইতোমধ্যে আশাশুনি, শ্যামনগর ও দেবহাটা উপজেলায় ১ম পর্যায়ে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার আশাশুনিতে ক্ষতিগ্রস্ত ২২শ’ পরিবারের মাঝে খাদ্য সরবরাহ করা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে খুলনা বিভাগের উপক‚লীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত বেড়ি-বাঁধ মজবুতকরণের লক্ষ্যে সবচেয়ে বড় একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এনএসআই এর ডিডি জাকির হোসেন, এসপি সার্কেল (দেবহাটা) ইয়াছিন আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন প্রমুখ। 8,425,608 total views, 9,381 views today |
|
|
|