অক্টোবর ২০, ২০২০
কলারোয়ায় সাফল্য অর্জনকারী পাঁচ জয়িতা
মোশাররফ হোসেন: পাঁচপোতা গ্রামের শওকত হোসেনের স্ত্রী মাছুরা খাতুন। দুই সন্তানের জননী, কয়েক কাঠা ভিটে বাড়ি ছাড়া আর কোন সম্পদ ছিল না। ভুল চিকিৎসায় স্বামী অন্ধ হয়ে যায়। দীর্ঘ ২০ বছর অন্ধ স্বামীর সংসারে খুব কষ্টে তাকে জীবিকা নির্বাহ করতে হতো। তিনি স্বাবলম্বী হওয়ার জন্য দর্জি প্রশিক্ষণ গ্রহণ করেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আইজিএ প্রকল্পে বøক বাটিক এর প্রশিক্ষণ নিয়ে পোশাক তৈরি ও তাতে বøক এর কাজ করে পোশাক বিক্রয় করে স্বাবলম্বী হয়েছেন। অর্জিত অর্থ দিয়ে সে তার সংসার চালিয়ে মেয়েটিকে এম এ পাশ করিয়েছেন ও ছেলেটি নবম শ্রেণিতে অধ্যয়নরত। বর্তমানে তার আর্থিক অবস্থা পূর্বের তুলনায় অনেক ভালো। তার অর্জিত পুঁজি বৃদ্ধি অব্যাহত আছে। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: সফল জননী নারী: নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী: সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী: 8,621,583 total views, 1,135 views today |
|
|
|