অক্টোবর ১৩, ২০২০
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি : “দুর্যোগ ঝুঁকি হ্রাস, সুশাসন নিশ্চিত করতে টেকসহ উন্নœয়ন” প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বে-সরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার, পল হাজরা, সুশীলনের প্রতিনিধি রাসেল আহম্মেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার। এর আগে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণ-ভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশে একযোগে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন। 8,956,488 total views, 12,238 views today |
|
|
|