নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এএসআই রশিদুল ইসলাম, এএসআই সোহেল উদ্দীন, এএসআই মোজাম্মেল হক এবং এএসআই শামীম হোসেনসহ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন সিআর-২৫/২০ মামলার আসামি ভাতশালা গ্রামের আহাদ বিশ্বাসের ছেলে নূরালী বিশ্বাস, একই মামলার আসামি অপর আসামি ভাতশালা গ্রামের কালু ঢালীর ছেলে আব্বাস ঢালী, জিআর-১৬১/১৮ মামলার আসামি চালতেতলা গ্রামের আবুল কাশেম গাজীর দুই ছেলে আমিনুর রহমান ও জামাল গাজী, জামালের স্ত্রী মনোয়ারা খাতুন এবং আমিনুরের স্ত্রী মাজিদা খাতুন। গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা।