দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুরে প্রবীণদের মাঝে লাঠি, কমোড ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায়, পিকেএসএফ এর সহযোগিতায় ও বে-সরকারি সংস্থা সাসের আয়োজনে সমৃদ্ধি কেন্দ্রে উক্ত সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ষাটোর্ধ্ব প্রবীণদের মাঝে এ সকল উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন সাসের প্রকল্প সমন্বয়কারী খান মো. শাহআলম, ঊর্ধ্বতন সমন্বয়কারী সাধন কুমার দাস, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, মোনাজাত আলী, মোকলেছুর রহমান, পরিতোষ বিশ্বাস, জগন্নাথ মন্ডল, আবুল হোসেন, হাফিজুর রহমান।
বিস্তারিত পত্রিকায়………………………
8,957,803 total views, 13,553 views today