সেপ্টেম্বর ৯, ২০২০
সিসি ক্যামেরার আওতায় আসছে গাজীরহাট বাজার
নিজস্ব প্রতিনিধি : চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন অপরাধ নির্মূলের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা বৃদ্ধি করতে গাজীরহাট বাজারে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এ উপলক্ষে বুধবার (০৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় গাজীরহাট বাজারের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক ইমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ কুমার ঘোষ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, সমাজসেবক কাজী গোলাম ওয়ারেশ, আজগর আলী প্রমুখ। উল্লেখ্য যে, বাজারের নিরাপত্তা বৃদ্ধি করতে সিসি ক্যামেরা স্থাপন জরুরী হওয়ায় সকল ব্যবসায়ীরা এই উদ্যোগ নেওয়ার কথা জানান। পরে বাজার কমিটির মাধ্যমে সকলের সহযোগিতায় ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ হয়। কিন্তু ক্যামেরা স্থাপন ও নিয়ন্ত্রণ খরচ বহন ব্যবসায়ীদের পক্ষে অপরাগতা জানালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাজারটি সিসি ক্যামেরার আওতায় আনতে সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অতি অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলেও জানান চেয়ারম্যান মুজিবর রহমান। 8,959,073 total views, 14,823 views today |
|
|
|